
বিয়ের পর থেকেই সুখবরের জোয়ারে ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড় পর্দায় অভিষেকের পর তৃতীয় সিনেমায় কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি। এরইমধ্যে আরেক সুখবর এসে ধরা দিল মেহজাবীনের কাছে।
ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন। সাম্প্রতিক সময়ে বড় পর্দায়ও সফল এই অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সাবা’ হলেও এ সিনেমার আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীন অভিনীত ২য় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।
সম্প্রতি সিনেমাটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে। আর এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে সুখবর জানান দিয়েছেন অভিনেত্রী।
গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এবার তার এই চলচ্চিত্র নিয়ে আরও এক সুখবর দিলেন মেহজাবীন কারণ, ‘প্রিয় মালতী’র ঝুলিতে এলো আরও একটি পুরস্কার।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ আর সেই পোস্টটিই মূলত শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নেন মেহজাবীন। ভক্তরাও তার জন্য প্রশংসা ও শুভকামনায় ভরিয়ে দেন।
এ নিয়ে মেহজাবীন গণমাধ্যমে বলেন, ‘অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।’
প্রসঙ্গত, গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় লন্ডনের এই বাঙালি চলচ্চিত্র উৎসব। ‘প্রিয় মালতী’ সেখানে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় বলে জানা গেছে। এছাড়াও এর আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়, সেখানেও দর্শকের সাড়া ছিল দারুণ।