
ভারতের মধ্যরাতের ‘অপারেশন সিঁদুর’ নামক ক্ষেপণাস্ত্র হামলার পর যখন সীমান্তে যুদ্ধাবস্থা, তখন পাকিস্তানের রাজনীতিতে উঠেছে নতুন ঝড়। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে,
যা ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জোর চাঞ্চল্য। ফেসবুকে ইমরানের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত ভিডিওটি ছিল ২০১৯ সালে জাতিসংঘে দেওয়া তার ভাষণ,
যেখানে পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তিনি বলেছিলেন, ‘যদি সাধারণ যুদ্ধ শুরু হয়, তাহলে ছোট দেশ কী করবে? আত্মসমর্পণ? না, তারা লড়বে। আমি বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শেষ পর্যন্ত লড়ব।’
ইমরান খানের ভাষ্যমতে, ‘যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়াই করে, তখন এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।’ এই ভিডিওর সঙ্গে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে আজ আমাদের দরকার এক নির্ভীক নেতা। ইমরান খানই সেই নেতা, যিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। এখনই সময় তাকে মুক্তি দিয়ে পরামর্শ নেওয়ার।’
মঙ্গলবার মধ্যরাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি ঝটিকা অভিযানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে, এবং আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির দাবি নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধ হতে পারে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। এছাড়া, পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই-এর নেতারা ইতোমধ্যে তার মুক্তির দাবিতে সরব হয়েছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=9WdwghZv_fo