আ.লীগ নেতাকে রাস্তায় পেয়েই গণপি’টুনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ থাকা নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা সিলেটে জনতার গণপিটুনির শিকার হয়েছেন। পরে উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর লামাবাজারের ফাতেমা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের জন্য নগরের লামাবাজারস্থ ফাতেমা রেস্টুরেন্টে প্রবেশ করেন নির্মলেন্দু দাশ রানা। এ সময় মাস্ক পরিহিত কয়েকজন যুবক তাকে ঘিরে তার শার্টের কলার চেপে ধরে। একপর্যায়ে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপরে হামলার অভিযোগে মারধর শুরু করে।

কিছু সময় পর আশপাশের আরও কিছু উত্তেজিত জনতা তাকে ধরে পার্শ্ববর্তী মদন মোহন কলেজে নিয়ে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চলমান জুলাই-আগস্ট মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জ জেলার অন্যান্য থানায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নির্মলেন্দু দাশ রানা নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *