আজও ‘বৃষ্টি’ নিয়ে সুসংবাদ দিল আবহাওয়াবিদরা

ঢাকায় গত কয়েকদিন গরম ছিল অসহনীয়। তবে রোববার (১১ মে) বিকেলের পর স্বস্তির বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। রাতও আরামেই কাটিয়েছে ঢাকার মানুষ। আজও রাজধানীবাসীকে বৃষ্টির সুখবর দিয়েছেন আবহাওয়াবিদরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরসহ আশপাশের জেলাগুলোতে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

মোস্তফা কামাল পলাশ লেখেন, সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের জেলাগুলোতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা জেলার উত্তর দিকের উপজেলাগুলোতে। অর্থাৎ, সাভার, ধামরাই, মিরপুর, উত্তরা, গুলশান ইত্যাদি।

তিনি আরও লেখেন, গাজীপুর ও নরসিংদী জেলাতেও তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, সোমবার (১২ মে) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *